=======================
এমন যদি হয়,
ফিরে পাই সেই সময়,
যদি ফিরে পাই তোমায়।
তবে আর কোনো ভুল নয়,
নয় কোনো দ্বিধা।
সভয় সংকোচ ভীতি পিছুটান বিনয়,
নয় কোনো অভিনয়,
শুধু নির্ভয়,
স্নিগ্ধ আবেগী সন্ধ্যা প্রেমময়,
বলিষ্ঠ উচারণে মুছে দেবো শঙ্কা।
মুছে দেবো যত অন্তরায়,
কথায় কথায় কবিতায়,
আলোকিত, আবেশিত, আনন্দময়
সূচিত হবে নতুন অধ্যায়,
হাজার বছরের দয়িত আমি,
পথ চেয়ে বসে আছি,
ভালোবাসি তোমায়।
========================