=================================

যদি বলো ভালোবাসি
আবার ভাসাতে পারি জীবনের তরী
নির্ভাবনায় পারি দিতে পারি
সাত সমুদ্র তেরো নদী।

যদি বলো ভালোবাসি
আবার সাজাতে পারি সেই কথাকলি
অমিত্রাক্ষর ছন্দ মালায় লিখতে পারি
অনন্ত মহা কাব্যের মহা ঝুলি।

যদি বলো ভালোবাসি
নির্জন সমুদ্রতটে একাকী
খালি পায়ে হাটতে হাটতে
অনন্তকাল কুড়োতে পারি
সাদা ঝিনুক আর কালো নুড়ি।

যদি বলো ভালোবাসি
যত অশ্রু, যত কান্না, কষ্ট স্মৃতি
ধুয়ে মুছে জমানো যত ধুলাবালি
নতুন তুলিতে আঁকতে পারি নতুন দিনলিপি।

যদি বলো ভালোবাসি
তবে আমি কৃষ্ণ হবো, বাঁশি বাজাবো
আকাশ গঙ্গায় পাল তুলবো।
বাউল হবো, লালন প্রেমে দিওয়ানা হবো
রাত জাগবো, চাঁদ দেখবো, জ্যোৎস্না মাখবো
শিশির ভেজা শিউলি কুড়িয়ে মালা গাঁথবো।

শুধু একবার যদি বলো ভালোবাসি
তবে শুধু এক জীবন নয়
শতক, সহস্র, অযুত জীবন
শুধু তোমাকেই ভালোবেসে যাবো।

==============================