================

তুমি যা ইচ্ছে বলো, কানে দিয়েছি তুলো
শুনবো না কিছুতেই।
তুমি গলা ফাটিয়ে চিৎকার করো
ছাই চাপা কষ্ট নিয়ে কাঁদো
কিংবা
হেঁড়ে গলায় ঘৃণা ভরে বলো
ওই যায় নপুংসক
তাতে আমার কিচ্ছু আসে যায় না।

কে বলে তোমাকে প্রতিবাদ করতে?
কি লাভ বুকের তাজা রক্তে
কালো রাজপথ আলপনায় ভরিয়ে দিতে
কে শিখিয়ে দেয় মন্ত্র?
এই ছন্নছাড়া ধুলোবালিকে ভালোবাসতে
কথায় কথায় প্রাণ বিলিয়ে দিতে, অকাতরে
কেনো গাও শিকল ভাঙার গান?
আগুন ঝরা কবিতা, রক্তাক্ত শ্লোগান
কেনো লিখো?

এই দেখো
আমি শান্ত, সমাহিত, অন্ধ
শুধু নিজেকে নিয়েই আছি  
আনন্দিত, সমর্পিত, নির্লজ্জ
এবং নিশ্চিন্ত।

==========================================