=========================

ঠিক কতবার ভালোবাসি বললে,
তুমি বুঝবে,
আমি তোমাকে কতটা ভালোবাসি।
ঠিক কত যুগ অপেক্ষার পর ,
ভালোবাসার নিত্য নৈবেদ্যে তুষ্ট হয়ে,
তুমি বলবে আমি তো তোমারি।
ঠিক কতটা পথ হেঁটে গেলে,
তোমার মনে হবে,
জন্ম জন্মান্তরে আমরা আছি,
পাশাপাশি।
ঠিক কতবার ছুঁয়ে দিলে,
তোমার শান্ত মন হয়ে উঠবে,
চঞ্চলা এক খরস্রোতা নদী।
ভালোবাসা
বড্ড জানতে ইচ্ছে করে,
ঠিক কতটুকু বাঁধনে জড়ালে,
কখনো
হারিয়ে যাবে না তুমি।

=======================