====================
খুব করে চাইতে,
হাতে হাত রেখে হেটে যেতে,
পাশাপাশি সবসময়।
ছুঁয়ে থাকতে চাইতে,
আলতো স্পর্শে,
ছড়িয়ে দিতে ভালোবাসা,
প্রতিটি মুহূর্তে, প্রতিটি স্পন্দনে।
লোকলজ্জায় আমি গুটিয়ে যেতাম,
ভাবতাম,
ভালো তো বাসি ই, আছি তো পাশাপাশি
থাকবো অনন্তকাল একসাথে।
একি আদিখ্যেতা তবে?
বুঝিনি বিধাতা ক্রূর হাসি হেসেছেন অলেখ্যে,
বুঝিনি একসময় অফুরন্ত সময়ের স্রোতে,
ভেসে যেতে যেতে,
অকিঞ্চিৎকর জীবনের ক্লান্ত ভেলায়,
মৃতবৎ স্বপ্নেরা গুমরে ফিরবে মরীচিকায়।
সব ই থাকবে,
ঠিক যেমনি আছে,
শুধু অভিমানী হাত তখন অনেক দূরে,
লোক চক্ষুর অন্তরালে।
এখনও হাঁটি, একাকী
বাতাসে তোমার গন্ধ খুঁজি,
শিশিরের কোমল স্পর্শ মাখি,
বিভোর পড়ে থাকি,
হারানো সেই সময়ে,
যে সময় টুকু ছিলো, শুধু তোমারি
হে প্রেমিক যদি ভালোবাসো,
তবে আজই বলো ভালোবাসি।
যদি আপন করে চাও,
তবে আজই নিবেদিত হও,
রেখো না কিছু বাকী।
যা আজ, তা আজই
কাল কি হবে? কে জানি ?
==========================