===================

তুমি যখন চিঠিটা পড়বে।
আমি তখন আগ্নেয়গিরির ফুটন্ত লাভায়
টগবগ করে ফুটছি
সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করিয়ে দেবার নেশায়।

তুমি চিঠিটা পড়তে পড়তে
তোমার চোখ যখন ছল ছল করে উঠবে।
আমি তখন স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে
চকচকে বন্দুকের নলের সম্মুখে
খোলা বুক পেতে দাঁড়িয়ে
অসীম স্পর্ধায়।

তোমার চোখ বেয়ে যখন
অশ্রু ফোটা ঝড়ে পড়বে।
আমার অদম্য দ্রোহ তখন
সদ্য ফুটো হওয়া বুকের অবিরাম রক্ত স্রোতে
উল্লাসে মাতোয়ারা চির মুক্তির আশায়।

তুমি যখন স্বাধীনতার বেদী মূলে
নিঃসংকোচে আমাকে উৎসর্গ করে ধন্য হও।
আমি তখন কালো পিচঢালা রাজপথে
লালা সবুজের আলপনা আঁকি
আমার প্রতি ফোঁটা রক্ত থেকে জন্ম নেয় অজস্র আমি।

ভয় পেয়ো না মা
আমি এখন মরতে শিখেছি।
আমায় দেখে মৃত্যুই যখন মুখ লুকায়।
জলপাই রঙের ট্যাংক,
সারি, সারি অন্ধ, কালা, উর্দি পড়া সেপাই
কামান, মেশিনগান, বন্দুকের কালো নল
সব অসহায়।

মা, বিদায়।

======================