====================

গোধূলির নরম আলোতে,
গোলাপী পাড়ের হলুদ শাড়ির আঁচল,
যখন ক্ষণে ক্ষণে রং বদলায়।
আলো আঁধারির সেই দোলাচলে,
প্রহেলিকার গাঢ় রং,
যখন চোখে ভ্রম জাগায়।
মিথ্যেরা তখন সত্য হয়,
আর সত্যেরা,
মিথ্যের অবগুণ্ঠনে ছুঁটে পালায়।
যা সত্য, চির সত্য
যা ভুল, মহা ভুল
তবু, সত্য মিথ্যের এ প্রাণান্ত টানাপোড়েন
রক্তাক্ত পটে সত্যের করজোড় আকুতি,
মিথ্যের প্রবল আক্রোশে পথ হারায়।
আর হৃদয়ের অবিরাম রক্ত ক্ষরণ,
গোধূলির শাড়ির আঁচলে,
বিক্ষোভ হয়ে জমে থাকে,
ক্ষয়হীন নিষ্ঠুর যন্ত্রণায়।
যতক্ষণ না মিথ্যে অন্ধকার স্ফুরে,
রুপালি চাঁদ,
আপন করে নেয় এ পৃথিবী,
অনন্ত অপার মায়ায়।
==========================