============================


প্রজাপতির রঙিন ডানায়,
উড়ে বেড়ায় আমার স্বপ্ন।
সবুজ পাতা থেকে বাহারি ফুলে,
কখনো ঘাসফুল
কখনো কাশবন
কখনো বা বিবর্ণ ঝরা পাতায়।
কিংবা, অকস্মাৎ কোনো দমকা হাওয়ায়
উড়ে চলে মাঠের পর মাঠ,
স্বপ্ন ভঙ্গের ডানা ভেঙে,
মুখ থুবড়ে পড়ে থাকে,
বিজন  প্রান্তরে, অসহায়।
মুক্ত স্বপ্নেরা তখন রং ছড়ায়,
আনমনে, সাঁঝ ঘনিয়ে
ক্লান্ত পথে সন্ধ্যে বেলায়,
ঠিকানা খোঁজে ঘন অন্ধকারে,
দিশাহীন অপূর্ণতায়।

টুকরো টুকরো স্বপ্নগুলো গুমরে মরে,
মুক্তির পথ খোঁজে,
বিন্দু বিন্দু জমে থাকে, শিশিরের চোখে ।
প্রভাতের প্রথম কিরণে যে,
বাষ্প হয়ে মিশে যায় মেঘের কণায়,
মুক্ত ভেলায় ভেসে বেড়ায়,
দেশ থেকে দেশান্তরে,
সীমানাহীন
মুক্ত স্বাধীন
অশ্রু হয়ে ঝরে পড়ে একসময়,
বৃষ্টির ফোটায়।

তারপর
হেসে উঠে সূর্য আবার,
অন্য আরেকটি প্রজাপতির ডানায়,
উড়ে চলে স্বপ্ন আমার,
নতুন পথে, নতুন ঠিকানায়।
===================================