==========================
সেদিন আকাশে মেঘ ছিল না এক ফোটা,
ঝক ঝকে নির্ভার বিকেল বেলা।
দলছুট নরম আলোর ক্লান্ত কণা,
এদিক ওদিক ছুঁটে ফিরছিলো অযথা।
চারিদিকে এতো আলোর বন্যা,
তবু যেন আলোর বড্ড অভাব,
অস্পষ্ট সব ধোঁয়া ধোঁয়া,
গাঢ় বিষন্ন সুরে তানপুরাটা,
বেজে চলছে একটানা।
তুমি ফেরত চেয়েছো সব,
এতদিন আমার নিজের জেনেছি যা,
কদম ফুল, লাল গোলাপ, কৃষ্ণচূড়া, কবিতা
করিনি এতটুকু দ্বিধা,
ফিরিয়ে দিয়েছি সব
নি:স্ব ছিলাম, নি:স্ব আবার
যা ছিল, সবইতো দেয়া ছিল তোমার
ফিরিয়েই নেবে যদি, দিয়েছিলে কেন তবে
সেই ভালো ছিল কিছুই ছিল না যবে
বুকে জমে থাকে শুধু অনুযোগের পাহাড়।
রাখিনি চোখে চোখ, ছুঁইনি হাতে
ভুল করে যদি ব্যথা ঝড়ে চোখে,
শুধু বলেছিলাম,
তুমি চলে যাওয়ার পরে,
যে কবিতা লিখা হবে,
কি করে ফিরাবো তারে ?
বলোনি কোনো কথা,
চেয়ে ছিলে শুধু,
বিনাশী দ্রোহে বোবা কান্না,
ঝড়িয়ে ছিলো দুফোটা অশ্রু।
বন্ধু
বিদায়ের বেলায় দিয়ে গেলে আমায়,
পরম ভালোবাসার ছোট্ট এক বিন্দু।
========================================