========================
মনে আছে ? বলেছিলে তুমি,
এ পৃথিবী,
আলোকময় সুর লহরী, কান্ত কানন,
গভীর মায়ার এ বন্ধন,
বন্ধু পরিজন,
সব ছেড়ে থাকতে পারি।
শুধু,
তোমাকে ছাড়া,
একদিনও না।
সেই আমি যখন আমরা হলাম,
ছোট্ট তুলতুলে দুটি হাত যখন,
আমাদের শৃঙ্খলিত সময়গুলো মুক্ত করে,
যাচ্ছেতাই ছড়িয়ে ছিটিয়ে,
রঙিন করে তুললো জীবন।
তখন তুমি বললে,
আমাদের ছাড়া,
একদিনও না,
কক্ষনো না।
না,
আমাদের ছেড়ে তোমাকে থাকতে হয়নি,
একদন্ডও না,
এক মুহূর্তও না।
কিন্তু আমরা থাকছি,
হাসছি, খেলছি, হাঁটছি, কবিতা পড়ছি
রাতের জোস্নায় স্নান করছি,
কৃষ্ণচূড়ার মাথায় আগুন লাগা দেখে,
বসন্তের রঙে মেতে উঠছি।
নির্লজ্জ স্বার্থপরের মতো জীবনের প্রতিটি সুখ,
নিজের মতো করে উপভোগ করছি,
কিংবা, উপভোগ করার চেষ্টা করছি।
আসলে,
আমরা তোমার মতো নিষ্ঠুর হতে পারিনি।
তাই আমরা বেঁচে আছি,
বেঁচে থাকছি ।
শুধু, চোখের কোনে জমিয়ে রাখছি,
সাদা মার্বেল পাথরের সেই সমাধি।
আর অশ্রুবিন্দুতে বন্দি,
সবুজ অক্ষরের ছোট্ট উক্তি,
“আমি তোমাদের সাথেই আছি”
===========================