=======================

অবুঝ, ব্যাকুল এ প্রাণ,
বৃথাই ঘুরে ফিরে,
ফুটন্ত যুথিকার কুঞ্জবিতান।
কান পেতে শোনে,
কোকিলের কুহুতান।
বাতাসের আঁচলে ভাসে,
ঝরা বকুলের ঘ্রাণ।
গুনগুনিয়ে সে মহুয়া বনে,
কে করে গান?

প্রজাপ্রতি মন বড় উচাটন,
খুঁজে, খুঁজে হয়রান।
কেউ নেই, কিছু নেই
ধু ধু প্রান্তর, নিথর, বিরান।
নিঃসীম শুন্যতা,
নীরবতা, সুনসান।  
শুধু
ফিস ফিস ভালোবাসা,
ধ্রুবতারা।
ছড়িয়ে, ছিটিয়ে, জড়িয়ে
সর্বত্র, অফুরান।

==========================