একটি কবিতা
======================

ইচ্ছে করলেই,
একটা কবিতা লিখা হয়ে উঠে না ।
মাথার ভিতর দল ছুট ছন্দ আর ভাবনার দল
ছেঁড়া মেঘের মতো উড়ে বেড়ায়,
মুক্ত, স্বাধীন, কিছুতেই ধরা দেয় না ।
কখনো একটি ছত্র লিখা হতেই  
অন্য ছত্র রা পালিয়ে যায় ।
কখনো বা কয়েকটি ছত্র লিখা হলেও
শেষ করা হয় না কবিতা ।
অসম্পূর্ণ ভাবনা, অসম্পূর্ণ কথা মালা
পরিণতি হীন ভালোবাসার মতো,
এক ফোঁটা অশ্রু হয়ে জমে থাকে চোখে ।
কখনো আরেক ফোটা অশ্রুর জন্য,
কখনো অনাদরে, অবহেলায় প্রত্যাখানের উত্তাপে
বাষ্প হয়ে মিলিয়ে যাওয়ার জন্য ।
তবুও থেকে যায় অশ্রুর অস্পষ্ট পদচিহ্ন,
চাপা কান্নার দাগ ।  
বুকে জমে থাকে অতৃপ্ত আকাঙ্ক্ষার
অবিরত অপেক্ষা,
যতক্ষণ না মানস পটে ধরা দেয় ছন্দ
লিখা হয়, পূর্ণ একটি কবিতা ।

===============================