========================================
একটি চিঠি লিখছি ,
তিন শব্দের ছোট্ট চিঠি,
'আমি তোমাকে ভালোবাসি'।
অক্ষরের শাব্দিক অর্থ ছাড়িয়ে,
কখনো খুঁজে পাবে না জানি ,
গোধূলি ছুঁইয়ে প্লাবিত জ্যোৎস্নার,
তিন তিনটি মহা কাব্যের বাণী।
জানবে না জানি,
ভালোবাসায় রিক্ত এক যুবকের হৃদয় নিংড়ানো কাহিনী।
তুমি দেখবে শুধু ছোট্ট এক চিঠি,
দেখবে না আগ্নেয়গিরির জ্বালা মুখ,
খুঁজবে না জ্বালা মুখ ছেড়ে আরও গভীরে
ফুটন্ত লাভার অনন্ত চিৎকার,
চোখে পড়বে না তৃষ্ণার্ত চাতকের আকণ্ঠ তৃষ্ণার আহাজারি।
ধ্যানমগ্ন ঋষি র নিবিষ্ট আরাধনা
শূন্য সৈকতে খুঁজে পাবে শুধু তিন তিনটি নুড়ি।
চেয়ে দেখবে না, পা ছুঁয়ে তার,
গগন বিস্তৃত উত্তাল জলরাশি।
তুমি দেখবে শুধু ঝর্ণার উৎসমুখ
জানবে না তার পাষান স্তরে, থরে থরে সঞ্চিত
অবিরত, উৎসারিত উত্তাল জলরাশি র কলধ্বনি।
নদীর মোহনায় দাঁড়িয়ে বুঝবে না তুমি ,
দিকে দিকে অনন্ত ছুঁয়ে,
ছুটে চলা চির চঞ্চল অবুঝ তার শাখা প্রশাখা,
পালতোলা নৌকা, উদার ভাটিয়ালি।
তুমি জানবে না কখনো,
কোথায় সে সীমানা ছাড়িয়ে চলে গেছে দূরে, বহু দূরে ,আর ও দূরে
তবু ও
একটি চিঠি লিখছি আমি,
তিন শব্দের ছোট্ট চিঠি।
'আমি তোমাকে ভালোবাসি'।
========================================