==================
কি যে কষ্ট একা থাকা,
একা একা  বেঁচে থাকা।
দুধ সাদা বিছানায়, সারারাত
এপাশ ওপাশ,
নিদ্রা দেবীর নিষ্ফল আরাধনা।
নিঃসঙ্গ আকাশে নক্ষত্রের ধারাপাত,
একা একা তারা গোনা।
রুপালি জরির চাঁদের আলো,  
মুঠো মুঠো ছড়ানো,
একাকী গায়ে মাখা।
বিমর্ষ প্রতিটি ক্ষণ, সারাবেলা
অনর্থক স্মৃতিচারণ,
অকারণ,
মিথ্যে এ জীবন টেনে চলা।
তুমি ছাড়া,
রং হীন অন্ধকার সব,
খাঁ খাঁ শূন্যতা।
কোথাও কেউ নেই,
কিচ্ছু নেই,
হয়তো আমিও নেই,
শুধু  আছে,
দুর্বিনীত অনন্ত অপেক্ষা।
===============================