=================================
এই পৃথিবীটা একদিন এক ছিল,
এক মহাসাগর, এক ভূখণ্ড, এক আকাশ
হয়তো পৃথিবীর বাসিন্দাও ছিল মাত্র কয়েক জন।
আজ পৃথিবী লোকে লোকারণ্য,
অজস্র সভ্যতা, জনপদ,রাজত্ব,সাম্রাজ্য
শুধু পৃথিবীটা আর এক নেই,
লোভ লালসা ক্ষমতা দ্বন্দ্ব ধর্ম বর্ণ জাত দল গোষ্ঠী,
পৃথিবীটাকে টুকরো টুকরো করে,
ভাগ করে নিয়েছে, যে যার মতো
মানুষের এখন আর কোনো দাম নেই,
মানুষ শুধু পণ্য,
মনুষ্যত্ব ভূতলে ভুলন্টিত।
হয়তো আরও অনেক পরে,
এ পৃথিবী আরও খণ্ডিত হবে,
খণ্ডিত হতে হতে একসময় ধুলো হয়ে যাবে ।
তখনও হয়তো মনুষ্যত্ব ডুকরে ডুকরে কাঁদবে,
এখনও যেমন কাঁদে,
এক পৃথিবীর স্বপ্নে ।
আকাশটাও যেন এক নেই,
সর্বগ্রাসী দখলিস্বত্ব থেকে মুক্তি পায় নি
সাগর, মহাসাগর, নদী কিংবা পানি ।
শুধু, বাতাস কে ভাগ করা যায়নি কিছুতেই
জোস্নাকেও যেমন ভাগ করা যায় নি,
ভাগ করা যায় নি, ঝম ঝমে বৃষ্টি
সূর্যের আলো, আকাশের মেঘ, রং চটা গোধুলী
আর এক পৃথিবীর স্বপ্ন।
এখনো রাতে আকাশের দিকে তাকালে,
মনে হয়,
ওই তো আকাশ,
ওই এক আকাশের নিচেই মোহময়ী এ পৃথিবী।
এক আকাশ কে যেমন ভাগ করা যায়নি,
একদিন হয়তো,
এক হয়ে যাবে খণ্ডিত এ পৃথিবী।
==============================================