===================
ইচ্ছে করে,
ছুঁয়ে থাকি সব সময়।
ধরে থাকি হাত, চোখে চোখ
সব সময়।
ইচ্ছে করে,
তোমার চোখে আকাশের তারা গুনি,`
এক, দুই
জোছনা ফেরি করি,  
কুয়াশা ছুঁই, শিশিরে ভিজি ।
ইচ্ছে করে,
রেশমি চুড়ি হয়ে,
সাত রঙে, তোমার হাতে ঝনঝনিয়ে বাজি।
ইচ্ছে করে,
কাজল হয়ে,
লেপ্‌টে থাকি তোমার চোখে।
নীল শাড়ি হয়ে ,
আকাশকে বেঁধে রাখি, আঁচলে ।
ইচ্ছে করে,
নিঃশ্বাস হয়ে ঢুকি ফুঁসফুঁসে,
মিশে যাই স্পন্দনে, প্রাণে
ইচ্ছে করে,
বকুল ফুল হয়ে
জড়িয়ে থাকি তোমার খোঁপায়।
কদম ফুল হয়ে,
প্রেমে নিবেদিত হই বর্ষায়।
ইচ্ছে করে,
নাকফুল হয়ে বসে থাকি,
লাল টিপ কপালে,
অবাক চোখে চেয়ে থাকি,
দেখি তোমাকে।

তোমাকে নিয়ে আমার এমন সব ইচ্ছেগুলোই  
আমার সময়, আমার জীবন।
ইচ্ছেগুলো কখনো ক্লান্ত হয় না
হয়তো, সময় বসে থাকে না,
মানুষগুলোও  থাকে না,
ইচ্ছেরা তবু জেগে থাকে,
যুগ থেকে যুগান্তরে,
এক জন্ম থেকে আরেক জন্মে,
এক চোখ থেকে আরেক চোখে,
আকণ্ঠ তৃষ্ণায়, ছুঁটে বেড়ায়
কিছুতেই তৃষ্ণা মেটে না।

==========================