=============================
কত না ভালোবাসাবাসি দুজনে,
কত না আপন,
পাশাপাশি একসাথে প্রতিক্ষণ, অনুক্ষণ
তবুও যেন ভরে না মন।
কত না নিবিড় কানাকানি,
তবু কেন মনে হয়,
কত যে কথা রয়ে গেলো বাকি।
সারাক্ষন চোখে চোখে, কত যে বিনিময়
একটু খানি না দেখলেই শুধু মনে হয়,
আবার দেখার সাধ বুঝি অপূর্ণই রয়।
এমনিই প্রেমের ধারা, বয়ে চলে পাগল পারা
দুজনে দুজনার,
জীবন মরণ আর বেঁচে থাকা,
এক তারে বাঁধা।
তবু কি থেমে থাকে
কথায় কথায় কথার আড়ি।
চোখ যেন প্রগল্ভ আগ্নেয়গিরি,
অস্পৃশ্য ছায়া, চরম বিতৃষ্ণা
কেটে যায় ক্ষণ,
একটি, দুটি
যেন কত সহস্র শতাব্দী।
মায়ায় ভরে যায় মন,
এক সাথে জীবন, এইতো ছিল পণ
অতঃপর
মিথ্যে অজুহাতের একটু ছোঁয়া,
নিতান্ত অপ্রয়োজনীয় কিছু কথা,
বাঁধভাঙা আবেগের স্রোতে ভেসে যায়
অভিযোগ অভিমান বঞ্চনা বিরহ ব্যথা,
জয়ী হয় প্রেম, জয়ী হয় ভালোবাসা।
হয়তো আবারো হবে আড়ি,
তারপর আবার পরম মিতালি,
এইতো প্রতিশ্রুতি দুজনে দুজনার,
ঝড় ঝঞ্ঝা ঘোর কালো অন্ধকার,
জন্ম জন্মান্তর একসাথে থাকার।
====================================