=======================
আমার আর তোমার মাঝে
খুব সুক্ষ একটা দেয়াল,
পেলে পুষে বড় করছি আমরা।
কখনো মনের অজান্তে,
কখনো জেনে শুনে মিথ্যে অহং এর বেড়াজালে,
সর্বগ্রাসী সর্বনাশী এক উন্মাদনা থেকে।
কি উন্মত্ত সে প্রচেষ্টা,
মনের কন্দরে ডুকড়ে মরে পরাভূত ভালোবাসা।
দেয়ালটা এখনো নামে মাত্র, নশ্বর
আলোক ভেদ্য, স্বচ্ছ স্ফটিকের মতো,
ইচ্ছে করলেই পারি এপার থেকে ওপার,
আলো থেকে আলোকিত,
মুছে দিতে পারি নিগুড় অস্তিত্ব।
কিন্তু সেই দেয়ালটা,
প্রতিদিন একটু একটু করে,বড় করছি আমরা।
প্রতিদিন একটা একটা ইটের গাঁথুনি,
ক্রমশ দেয়ালটা আকাশে দিচ্ছে উঁকি ।
প্রাচীর থেকে মহা প্রাচীর,
আরো দূর পারাপার,
দেয়ালের দুপাশে দীর্ঘশ্বাস, নিঃস্ব ভালোবাসার,
মিথ্যে অহমিকা, মিথ্যে প্রহেলিকা
আশা, দুরাশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা ।
হয়তো একসময় ইচ্ছে হলেও,
টপকানো যাবে না দেয়ালটা।
দেখা যাবে না কিছুতেই, এপার-ওপার
ফিরে পাওয়া যাবে না সেই সময়টা।
=========================================