==================================
তুমি হাসো,
আমার রং হীন পৃথিবী,
হঠাৎ শরতের আকাশে হয় নীল |
মরীচিকার মায়াবী ভ্রমে ভেসে যাই আবার,
খুঁজে ফিরি শুধু অন্ত মিল |
তুমি কথা বলো,
আমার নির্বাসিত অন্ধকারে হঠাৎ আলো,
স্বপ্ন তাড়িত হই আবার,
ভেসে যাই আবেগের স্রোতে নিয়ন্ত্রণহীন |
তুমি চোখ তুলে তাকাও,
আমি হারিয়ে যাই,
গভীর সেই সমুদ্রে আবার ,
হৃদয়ে নতুন স্পন্দন, গভীর সে অনুরণ,
বুঝি, প্রথম দেখার অচেনা সেই শিহরণ |
তুমি কথা দাও,
আমি সীমাহীন কোনো সীমান্তের কিনারা আঁকড়ে ,
অতৃপ্ত অপেক্ষার তৃষ্ণা নিয়ে,
ক্ষয় হীন পাথরের মূর্তির চোখে তাকিয়ে থাকি,
অনাগত সহস্র বৎসরের বন্ধুর পথে |
তুমি কাছে ডাকো,
আমি বার বার ক্ষমার অযোগ্য,
উপেক্ষার পাণ্ডলিপি ছুড়ে ফেলে ,
ছুটে আসি তোমার কাছে,
তুমি ফিরিয়ে দাও,
আমি ফিরে যাই আবার ,
অন্তহীন অন্ধকারে,
শুধু আবার ফিরে আসার প্রতীক্ষার,
দৃঢ় সংকল্প নিয়ে |
====================================