==================
চেয়ে দেখি,
জোস্নার প্লাবনে ভেসে গেছে পৃথিবী।
থৈ থৈ উঠোন, উচাটন মন
জড়ায়ে রেখেছে রুপালি জরি।
কতকাল আর অপেক্ষায়
কথায়, কথায়
খণ্ড সময় দণ্ড চিহ্ন এঁকে
হারিয়ে গেছে কবে,
কে কোথায় ?
আর কত তবে হৃদয় ক্ষরণ।
অবিরত, বিমর্ষ, ক্লান্ত
শোকের মাতমে ফিকে অন্ধকার
রং হীন পটভূমির মিথ্যে অলংকার
মুক্তির নেশায় উন্মত্ত নতুন প্রাণের স্পন্দন।
দুয়ার খুলে হাত বাড়াতেই,
চারিদিকে ভাসে
অভিনন্দন আর অভিনন্দন।
মায়ার এ নন্দ কানন
পরিপূর্ণ ভালোবাসায়,
ভালোবাসলেই,
ভালোবাসায় পূর্ণ জীবন।
===============================