===============================
আকাশের গাঢ় নীল রং যখন
তোমার চোখে খেলা করে,
তখন আমি নিশ্চিত জানি
এ দিনটি আমারি।
এ দিনটির জন্যেই আজন্ম অপেক্ষা করে আছি,
ভালোবাসার স্নিগ্ধ ধারায় সিক্ত হবো বলে।
কালবৈশাখীর সর্বনাশা কালো রং যখন,
ছুঁয়ে যায় তোমার চোখ
আমি বুঝতে পারি
এ দিনটিও আমার, একান্তই আমার
এক অন্য রকম ভালোবাসার
অভিমানের প্রবল প্রকাশে, প্রগাঢ় প্রেমে,
রঙিন তম অসার এক অভিসার।
আকাশের ছাই রঙা মেঘ যখন,
টলটল করে উঠে তোমার চোখে
তখন জানি,
হাত করজোড়ে কাকুতি,মিনতি, প্রণতি
ভিজবে না মন কিছুতেই,
ভালোবাসার বর্ষণ হবে আজ।
আর যদি কোনোদিন
তোমার চোখে, ফিকে হয় গোধূলির রং,
বুঝে নিবো, এ দিন আমার নয়,
এ দিন অন্য কারো,
অন্য কোনো ভালোবাসার নিবিড় আলাপন
আর,
আমার কবিতার অশ্রুসজল সমাপন।
==============================================