=========================
অপরূপ দুটি চোখ,
টানা টানা।
অনন্ত ব্যাপী, সুরমা র নদী, ভ্রমর কালো।
কত রং , কত আলো,
বুঝতে পারি না,
জলের কালিতে কি বা লিখা আছে,
ভাসা ভাসা।
শান্ত নদী, মন ভোলা কবি,
বুঝতে পারি না কিছুতেই,
আকাশের চেয়েও স্বচ্ছ কোনো কালিতে আঁকা ,
কিংবা
তার চেয়ে ও ফিকে রং।
ত্বকের গভীরে, ভালোবাসা, এক ফোঁটা।
শুধু আশা।
রুপালি নদী, ঝিনুকে ঝিনুকে সৈকত ,
তারপর সাগরের ঝিকিমিকি স্রোত ,
তারপর ও আশা,
শুধু আশা।
ভালোবাসা।
================================================