বন্ধু
কথা বলি না
সব কথা বলা হয়ে যায় যদি
ফুঁড়িয়ে যায় যদি কখনো।

বন্ধু
লিখি না
সব কিছু লিখা হয়ে যায় যদি
আর যদি কিছু লিখার না থাকে কখনো।

কিছু কথা, কিছু লিখা
জমিয়ে রাখি হৃদয়ের কুঠরিতে
প্রতিদিন বাড়িয়ে তুলি অমূল্য সঞ্চয়ে।
চেয়ে থাকি
পথে ভুল করে চলে আসো যদি।

সারারাত জেগে থাকি
অপেক্ষা করে থাকি।
কথারা ঘুমিয়ে পড়ে
লিখারা ঘুমিয়ে পড়ে
শুধু আমি জেগে থাকি
আর জেগে থাকে অপেক্ষা
আকণ্ঠ তৃষ্ণার অপেক্ষা

বন্ধু
তুমি ঘুমিয়ে পড়ো না।

=======================

(প্রায় এক যুগ আগে কবিতার আকারে লিখা একটি চিঠি।  সত্যিকারের চিঠি।  আজ পুরোনো কাগজে কুড়িয়ে পেলাম হটাৎ।  ভাবলাম শেয়ার করি। )