====================
বৃষ্টি তুই, আসবি যদি আয়
ঝর ঝরিয়ে আয়
ভাসিয়ে নিয়ে যা
নোংরা এঁটো, জঞ্জাল যত
জমেছে যা।
টুপ টুপ করে পড়িস নে আর,
মুষলধারে আয়।
কত মেঘ আর জমাবি বুকে
সূর্যটাকে আড়াল করে
কতদিনই বা রাখবি পুষে
এবার তবে আয়,
ঝাঁপি খুলে আয়।
আর যদি তুই নাই আসিস
মিথ্যে আশায় কেন রাখিস
ঘোমটা তুলে সূর্যটারে,
মুক্তি দিয়ে যা।
যেদিন আবার সময় হবে
আসিস তবে মহাসমারোহে
ভাসিয়ে নিস তখন সব,
আরো জমবে যা।
এখন তবে যা।
======================