========================
অনেক গুলো কথা,
অনেক অভিযোগ, অনেক প্রতিবাদ
জমে ছিল একে একে।
অত্যাচারীর নৃশংস হাত পৌঁছে গিয়েছিলো আরশে
ধর্মে, বর্ণে, আধিপত্যে, জাতি ভেদে
রক্তের হোলি খেলায় ভুলে গিয়েছিলো সবাই
কেউ একজন আছে !
অলক্ষ্যে যিনি হিসেবে রাখছেন নিখুঁত ভাবে,
প্রতিটি অবিচার, প্রতিটি অত্যাচার
প্রতি ফোটা অশ্রু,,
চরম মূল্যে শোধ দিতে হবে
কোনো একদিন, একে, একে।
বাবা মায়ের ছিন্ন বিচ্ছিন্ন লাশের পাশে,
রক্তাক্ত শিশু দুহাত তুলে বিচার চেয়েছে
বিধাতার কাছে
বিপন্ন পশু প্রাণ ভয়ে পরিত্রাণ চেয়েছে
সৃষ্টিকর্তার দরবারে
পৃথিবীর ফুসফুস জ্বলন্ত আগুনে ছারখার,
ধর্ষিতার লাশ
ছেলে হারা মায়ের বুকের হাহাকার।
ছিল না কোনো উত্তর
ছিল না কোনো প্রতিকার
তাই বুঝি আজ বিধাতার এই বিচার।
শ্রেষ্ঠ মানবকুল আর তার ঠুনকো অহংকার
ভুলন্টিত ভূতলে আজ,
উঁচু নিচু, জাত ভেদ সব একাকার।
======================================