==========================
প্রতিদিন ভাবি
কি অদ্ভুত সুন্দর এ পৃথিবী
রংধনু রঙের মেলা
তারায় তারায় সাজানো আকাশ
ইচ্ছে ভেলা
গোধূলি কোণে রঙের খেলা
দুঃখে, কষ্টে
কি দারুন বেঁচে থাকা
প্রতি মুহূর্ত, প্রতিটি বেলা
কি অপার ঐশ্বর্য
কি মুগ্ধতা, কি মনকাড়া
কি মিষ্টি সুবাস
সুরে সুরে কি মূর্ছনা
প্রতিটি নিঃশ্বাসে শুধু ভালো লাগা
কৃতার্থ তবে এ বেঁচে থাকা।
বেঁচে আছি বলেই
কষ্ট আছে, অশ্রু আছে
জীবনের অন্ধ গলি, টানাপোড়েন
এ পৃথিবীকে অসহ্য লাগা
আবার ভালোবাসা
এরই তো নাম বেঁচে থাকা।
প্রতিদিন আরেকটি দিন বেঁচে থাকা।
==============================