=====================
আমি যা, তাই !
ভালো যদি বাসো,
তবে শক্ত করে জড়িয়ে রাখো।
যদি নাই পারো,
তবে দুঃখ নাই,
বরং এই ভালো,
কত আর মিথ্যে অভিনয়,
কষ্টেসৃষ্টে টেনে চলা,
রং হীন সময়।
শুধু ভালো থেকো,
যেমনটি সব সময় চেয়েছো।
আর, আমি থাকি
আমার মতো,
যেমনটি চেয়েছিলাম আমি,
হয়তো।
========================