=================================

যে কথা ফুলের মতো,
তাকে সহজে বলতে নেই।
একটি ফুল যেমন ছিঁড়তে নেই, কখনো।
বৃন্তচ্যুত হতেই একটি ফুলের সৌন্দর্য,
কেমন এক ফোঁটা অশ্রুর মতো ঝড়ে পড়ে।

যে কথা অতি সুন্দর,
অতি ভালোবাসার,
সে কথা সহজে বলতে নেই, কখনো।
সন্ধ্যের সিঁদুর রং কেমন মুছে যায়,
অন্ধকারে, দিগন্ত রেখায়।

যে অতি আপন,
অতি কাছের মানুষ,
তাকে সহজে জানতে দিতে নেই,
কখনো।


=================================