=====================
আমি হেরে যাবার জন্য অপেক্ষা করি।
প্রতিদিন অধীর আগ্রহে চেয়ে থাকি
তুমি বড় হচ্ছো একটু একটু,
বারে বারে মেপে দেখি
তোমার হাত বড় হলো কতটুকু
তোমার আঙ্গুল, পা, মাথা, চুল
আমাকে ছাড়িয়ে যেতে আর কত বাকি।
আমি হেরে যাবার জন্য অপেক্ষা করি।
তোমার অস্ফুট ভাঙা ভাঙা বুলি,
একসময় শক্ত সামর্থ্য শানিত শব্দে
বিমূর্ত মূর্ছনায় পদানত করবে এ পৃথিবী।
তোমার হাটি হাটি পা পা, চঞ্চল পদভারে
কালো অন্ধকারে খুঁজে ফিরবে দৃপ্ত অরুন্ধতী ।
আমি হেরে যাবার জন্য প্রতিদিন
একটু একটু করে, আরেকটু নুয়ে পরি।
আর তুমি, প্রতিদিন
একটু একটু করে, একদিন
ছোঁবে আমায়, ছোঁবে হিমালয়,
ছোঁবে আকাশ, মহাকাশ, সপ্তর্ষিমণ্ডল
তোমার বৈভবে উদ্ভাসিত হবে এ বিশ্ব আলয়।
সেদিন হেরে যাবো না আমি,
রিক্ত, পরিত্যক্ত, ম্লান
তবুও সেদিন জয় যে আমারই।
=================