===========================
চোখ মেলে তাকাও,
খুঁজে দেখো,
নিজের ভিতর কি পাও?
বাতিঘরের আলো।
নাকি শুধু অন্ধকার।
তবে কোন মানদন্ডে,
করে যাচ্ছো,
অন্যের বিচার।
নিজের বিচার করা যায় না,
যত সহজে,
অন্যের বিচারে সিদ্ধহস্ত,
করি অনায়েসে।
যত ভুল চোখে পড়ে,
সব অন্য সবার।
নিজের কোনো ভুল নেই, কিছুতেই
নেই কারো কিছু বলার।
আপন বিচার নির্ভুল যার,
সেই শুদ্ধ জন।
পরের বিচারে ব্যস্ত যারা,
সে মূর্খ, ঘৃণ্য
সে দুর্জন।
=============================