=====================
যদি বলি, ঘৃণা করি,
ধর্মের নামে মানুষ হত্যা।
ঘৃণা করি,
ধর্মের নামে কেড়ে নিতে মানবতা।
কারো অধিকার।
কারো স্বাধীনতা।
যদি বলি, ঘৃণা করি ধর্মের নামে,
কেড়ে নিতে কৈশোরের চপলতা।
ঘৃণা করি, কোমল মতি শিশু নিকেতনে,
ছুড়ে দিতে ভয়ংকর হাত বোমা।
ঘৃণা করি চাপিয়ে দিতে,
লম্বা দাড়ি, আপাদমস্তক বোরখা,
প্রসাদ কিংবা ক্রুশ এর বাধ্যবাধকতা।
যদি বলি ঘৃণা করি,
ধর্মের নামে সকল নৃশংসতা।
ঘৃণা করি, মানুষ মানুষে হিংসা, দ্বেষ, ক্রোধ,
যা কিছু চাপিয়ে দেয়া।
তবু আমার মুক্তি নেই,
আমার পরিচয়,
আমি গোঁড়া, মৌল বাদী, সন্ত্রাসী,
ধর্মের লেবাসে ঘৃণ্য এক হত্যাকারী।
কারণ,
আমি যে তোমার দলে নেই,
ধর্মের ধোঁয়াশার ক্ষমতার প্রতাপে,
আমি যে তোমার অংশীদারি নই।
তুমি যে আমার প্রভু নও,
তাই আমার অবিনাশী পরিচয়,
আমি সন্ত্রাসী।
===============================