=====================
আমি মরবোই মরবো,
কোরোনায় না মরি, ভাতে মরবো।
তবুও মরবো।
অমোঘ বিধান, ললাট লিখন
উপায় নেই,
মরতে আমাকে হবেই,
তাইতো বলছি, নিশ্চিত মরবো।
কি করে বলি, বাঁচবো
আমার কপালে কি রাজটিকা?
আমি কি ডাকসাইটে নেতা?
আমার একাউন্টে কি কাড়ি কাড়ি টাকা?
আমি কি প্রাডোতে চড়ি?
আমার হাতে কি রোলেক্স ঘড়ি?
আমার পায়ে কি সোনার চটি?
টেবিলে কি খাবার কাড়ি কাড়ি?
তাহলে বাঁচার জন্য,
সঙ্গনিরোধ কি করে থাকবো।
কে আমায় ভাত দেবে?
কে আমায় আশ্রয় দেবে?
কে আমায় পথ্য দেবে?
তাই তো বলি,
কোরোনায় না মরি,
নিশ্চিত, ক্ষিদেয় মরবো ।
ভেবো না তোমার বোঝা হবো,
দেখো, সময়মতো
ঠিকঠাক মরে যাবো।
=====================