===================

আফ্রিকা !
কালো মানুষের দেশ।
শুধু মানুষগুলোই ভীষণ কালো,
আর সবই অবাক রঙে আঁকা,
অজস্র রঙের মেলা।
ছড়ানো, ছিটানো, লেপটানো, রাঙানো
গাছপালা, নদ-নদী, পাথর, ঝর্ণা।
সবুজাভ ম্যালাকাইট,
নীলাম্বরী তানজানাইট,
অজানা রঙের জমাট বাঁধা লাভা,
রঙের কি অপার স্বাধীনতা।
পশু, পাখি, প্রজাপতি, প্রকৃতি
কত বাহারি রঙের অকৃপণ মিতালি,
চারিদিকে শুধু রঙের ছড়াছড়ি।

রং নেই শুধু মানুষের,
রং নেই মানবতায়, ভালোবাসায়
জীবনে, রক্তে, অশ্রু ফোঁটায়
ন্যূনতম বেঁচে থাকায়।
শুধু গোত্র, আধিপত্য, প্রতিশোধ
নির্মম, নিষ্ঠুর, নৃশংস
রং হীন মাটিতে শুধু রক্ত আর রক্ত।
রক্তের হোলিখেলায় রক্ত বর্ণ মাটি,
নাগপাশে রেখেছে বেঁধে অপূর্ব সব সৃষ্টি ।
অকৃপণ ঐশ্বর্যে বিধাতা যারে,
দিয়েছে উজাড় করে,
মুঠো মুঠো, এখানে সেখানে,
দেয়নি বুঝি শুধু, নিজেকে চেনার ক্ষমতা,
হায় !
আফ্রিকা ।

======================