ইচ্ছে ছিল তোমার মনেই ঘর বাঁধবো ঘর
সেই ঘরেতেই রবো আমি সারা জীবন ভর
ইচ্ছে ছিল তোমার মনে জ্বালবো সুখের আগুন
কৃষ্ণচূড়ার রঙে রঙে ছড়িয়ে দিয়ে ফাগুন।
ইচ্ছে ছিল চোখে তোমার আঁকবো জীবন নদী
সেই নদীতে জোয়ার-ভাঁটায় ভাসবো নিরবধি।
ইচ্ছে ছিল বুকে তোমার পুষবো ফিনিক্স পাখি
বাঁচবো আমি, মরবো আমি আমার পরাণ রাখি।
ইচ্ছে ছিল এক পৃথিবী বাসবো তোমায় ভালো
দু'চোখ আমার অন্ধ হলেও, তুমিই র'বে আলো।
ইচ্ছে ছিল তোমায় দেবো ইচ্ছেপূরণ পাথর
তুমি আমার, আমার রবে আর বাকি সব পর।
ইচ্ছে ছিল তোমায় নিয়ে পালাবো দূর দেশে
এক কবরেই ঠাই নেবো দুই মোদের মরণ শেষে।
ইচ্ছে ছিল আকাশটাকে লিখে দেবো তোমার নামে
পাখি হয়ে উড়বো আমি তোমার বুকের কোণে।
ইচ্ছে ছিল স্বপ্ন আমি দেখবো তোমার চোখে
সারা জীবন আদর সুখে রাখবো তোমায় বুকে।
ইচ্ছে ছিল জ্যোৎস্না রাতে তোমায় নিয়ে কোলে
আদিম সুখে সুখ মেলাবো সৃষ্টি নদের জলে।
ইচ্ছে ছিল এই আমাকেই দেবো উজাড় করে
তোমায় মিশে শূন্য হ'বো বাইরে কিবা ঘরে।
ইচ্ছে ছিল সব কবিতা লিখবো তোমায় নিয়ে
শিরোনামে-ছন্দে-লয়ে আঁকবো "তুমি" দিয়ে।
আজকে আমার সবই আছে, তুমি শুধু দূরে
সুখে আছো, ভালোই আছো, মরছি আমি পুড়ে।
তোমার চোখে সুনীল আকাশ, যাচ্ছ সুখে উড়ে
তোমার স্মৃতি দিবা-রাতি খাচ্ছে কুরে কুরে।
রাজ্যবিহীন রাজা আমি, রাণীবিহীন ঘর
ঘৃণায় সবাই ঠেলে দূরে, সবাই ভাবে পর।
সিঁদুরেতে মেঘ দেখলেই পাচ্ছি আমি ভয়
ইচ্ছেগুলো পুড়ছে আমায়, করছে আয়ু ক্ষয়।
.
১৬.০৩.১৭