তুলে রাখা
তেঁতুলের বীজ
পলিথিন ব্যাগের ভিতর;
একটা বছর গেল-
ঘটলো না প্রাণ-সঞ্চার।

কিছুদিন হলো-
বাসার ছোট্ট ছেলেটার হাত ঘুরে
এই বাগানের কোণে।

বিস্ময়ে দেখি-
চিরল চিরল পাতা হাস্যোজ্জ্বল।

সিক্ত মাটির রসে প্রাণের প্রকাশ।