শিশির ভেজা শিউলি ফুলের মালা
শুকিয়ে গেল হাতে
হিমেল হাওয়ায় উদাস চোখের চাওয়া
প্রতীক্ষিতা অধীর মোলাকাতে।
ঝরা পাতায় স্মৃতির গন্ধ শুঁকে
শিহরনের চাদর পড়ে থাক
কানের কাছে লজ্জারাঙা মুখ
মরার বনে কান্না করে যাক।
হেমন্তে সেই পরিয়ে দেওয়া হার-
কেমনে মনের দুয়ার বন্ধ রাখো?
খেজুর রসের নতুন গুড়ের পায়েস-
দেখি আমি- কেমনে ভুলে থাকো।