একাকী একটি লতা
উপরের দিকে তাকাতেই ভয় পায়;
খুঁজে ফেরে আশ্রয়
অসহায় পড়ে থাকে একা।
কোনও একলোক
নিরাপদে ডালগুলো রেখেছিল ঝোপে।
সে রাতেই ছুুঁয়ে ফেলে তার কোনও এক ডাল,
চেষ্টায় বহুদূর উঠে যায়- একে একে সবটায়;
কিছুটা সাহসে লতা আলোকমুখী হয়।
সময় হয়ে আসে তার কলি ফুটবার ...
রাঁধুনির চোখ;
সে কেবল দেখল শুকনো জ্বালানি কিছু;
যৌবনা লতার স্ফূর্তবৃদ্ধি
চোখ এড়ালো তার।
একটা একটা করে টেনে হিঁচড়ে
রন্ধন কাজে লাগাল ডালগুলো।
...তারপর...
কিছু বিচ্ছিন্ন অঙ্গ;
থেঁতলানো মাথা নিয়ে আছড়ে পড়া লতাটি
মাটি আঁকড়ে পড়ে থাকল মুমূর্ষুপ্রায়।
একাকী জীবন- একাকী লতার মতো অসহায়।