একটা পাখি খাঁচার ভিতর
বারান্দার এক পাশের আড়ায়
ঝুলতে থাকি নিরিবিলি
কত লোকের আনাগোনা।
সবার যেন বন্দি নজর
তাইতো থাকি অগোচরে
যখন দমকা হাওয়ায় ভয়ার্ত চোখ
ঠান্ডা জলের কাঁপন ওঠে।
তখন খাঁচা দোলে আমি দুলি
আমার পুরো বিশ্ব দোলে
ছিলাম যার চোখের তারায় অষ্টপ্রহর
সেদিন থেকে উদাস দুপুর- হারিয়ে গেছে
যেদিন ছোট্ট মেয়ে সবার প্রিয়
বজ্রপাতে ঝলসে গেছে।
কুঁকড়ে গেছে পাখনা আমার
ঝড়ো হাওয়ার বৃষ্টিছাটে
চারিদিক যে লোকারণ্য
তবু আমার একলা কাটে।
একলা কাটে।