অখিলেশের বাড়ির দিকে
তিনটে রাস্তা গেছে-

আমাকে দেখতে চেয়ে, অখিলেশ-বহুবার চিরকূট লিখেছে।

কতবার রাস্তায় নেমেছি-থেমেছি আবার
পথগুলো মরে গেছে-মনে হয়; পা দু'টো টেনে ধরে কেউ

আমাদের মাঝখানে গলাজল-প্লাবন-শুধু ঢেউ!

রবিবারে অখিলেশ, কথা দিচ্ছি রবিবারে যাবো
কোন এক রবিবারে-তোকে কি বাড়িতেই পাবো?