আবার ফিরে এসেছি এই আজন্মের খেয়াঘাট
পাশেই যেখানে দোল খেতো সবুজ বাবলার মাঠ!
একদিন যে কবিতায় আশ্রয় নিতাম তপ্ত দুপুরবেলা
সাপলুডুর মতোন চলতো শব্দ ও বাক্যের খেলা!
দৈবাৎ যখন হানা দিতো চৈতি হাওয়ার গতিবেগ
আমি কি আর লুকাইতে পারতাম পুচ্ছ আবেগ?
তবুও যে তুমি বলতে হেসে ওই টোলপড়া গাল
সামান্য তেরছা কথার কোপে হতে টকটকে লাল!
আজকে এসব বলছি কেন, ভালো নেই কি মন?
স্মৃতি পাঠে কাটাই বেলা, স্মৃতিই যে যক্ষের ধন!!