যাদের ঘামে সোনা ফলে
আমরা ভরাই পেট
তাদের খেয়েই দিনে রাতে
চালাই ইন্টারনেট!
যাদের ঘামে সভ্যতা ভাই
যাদের ঘামে চাকা
কাজ ফুরালেই গলাধাক্কা
কার কপালে লেখা!
যাদের ঘামে মেশিন চলে
মোটা টাকার রফতানি
তাদের ঘাড়ে জোয়াল রেখে
তাদেরই করি হয়রানি!
যাদের ঘামে রেমিট্যান্স ভাই
যাদের ঘামে ইমারত
তাদের পায়ে শেকল পরিয়ে
আমরা সাজি দশরথ!
------------------------