ইদানিং সপ্তাহের মাঝামাঝি এসে বার ভুলে যাই
কবিতা লেখার সময়ও বেড়ে গেছে টাইপো
তবে কি ভুল আর ফুল এরাই আজন্মকাল ভাইপো?
রাত্রি পোহাতে না পোহাতেই ধুলিকণার মতো পাথর
ওড়ে, দিবা আর নিশি ওরাও একই স্বরে বাজায়
সা রে গা মা পা...
তবে কি লেজ আর গোবরের মতোন আমারও দুই
নৌকোয় পা?
কী জানি কী.. হাল আর চাল; কে জানে না এখন
করোনাকাল; আমার তবুও পোকামাকড়ের ঘরবসতি,
ভুলচুক যা কিছুই হোক... ইস্তেমাল;
বলো তো দেখি, অর্জুন গাছের কি দোষ.. সবাই
কেবল ছিঁড়ে ছাল?