মনে পড়ে...?
তোমার থুতু থেকে যে দীঘির দীর্ঘ জন্ম হয়েছিলো
তোমার নাভিমূলে জন্ম নিয়েছিলো যে মৃগনাভি
তাদের হাতেই আজ ঘুরে-ফিরে এই সময়ের চাবি!
বাড়ন্ত হাত কি জানে
কীভাবে মেটাতে হয় পুরাকীর্তির দাবী?
অথচ সবার একটাই শর্তহীন স্বপ্ন ছিলো
আমরা কেউ পিতার জায়-নামাজ বিক্রি হতে দেবো না
আমরা কেউ মায়ের মুখের বুলি ছিনতাই হতে
দেবো না
আমরা কেউ বোনের সতীচ্ছেদে শকুনের আনাগোনা
বরদাশত করব না
আমরা কেউ ভাইয়ের বাটোয়ারায় শ্যেনদৃষ্টি দেবো না!
অথচ তাকিয়ে দেখো....
ভাইরাস কেড়ে নিয়েছে সবকিছু
উচ্চ সংক্রমণের ঝুঁকি কিছুতেই কমছে না!