যেসব সড়কে উদ্ভ্রান্তের মতোন চলাচল করি...
সেইসব সড়কের কথা কখনও ভাবি না
গৌড় থেকে সমতট, সমতট থেকে গৌড়....
সবখানে এরা দেয় সেই একই রকম দৌড়!
এসব কারণেই....
উড়াল সড়ক আর পাতাল সড়কের কথা ভাবি
চোরাপথ সবসময় অটুট সমুদ্দুরের শিহরণ দেয়
এরা সহজেই খদ্দরের বুকের ভাষা বুঝে নেয়!
প্রেম বলে যদি কিছু থাকে, তবে তা ভাবালুতা
ওদের কাছে সাংস্কৃতিক পরকীয়াই আসল প্রেম
তবুও ফিবছর আসে ৮ই ফাগুন
তবু্ও শিমুল, পলাশে লাগে আগুন...
তবুও এরা বাংলা বুঝে না; বুঝে বিদেশি বর্ণমালা,
আসলে যারা সালাম, বরকতের ভাষা বুঝে না
বুঝেও বুঝতে চায় না তারাই শালার শালা..!!