ভাঙা কাঁচের মতোন যেদিন পাহাড় ভাঙবে
ভাঙতে ভাঙতে ছাই হবে আশা-ভালোবাসা
সেদিনও কিছু মানুষ বাঁধতে চাইবে বাসা!
যখন মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়
বাল্কহেডের ধাক্কায় উলটে যাওয়া নৌকার মতোন
চোখগুলো নেহায়েত ছানাবড়া হয়
তখনও মানুষ বাঁচতে চায়
তখনও মানুষ ছাড়তে চায় না পৃথিবীর মায়া
অথচ তখন সে কেবলই একটি অসহায় ছায়া!
অথচ আমরা এখন উল্কাপিণ্ডের মত পথ চলি
পৃষ্ঠার পর পৃষ্ঠা কথা বলি
কোনোকিছুতেই থামতে চাই না জিওল মাছ
অথচ নিরবে ঠায় দাঁড়িয়ে থাকে ভাষার গাছ!!