আমার এই ভালোবাসার শহরে এখন
কোনো ভালোবাসা নেই, কুচ্ছিত চাওয়া;
লাজ-লজ্জা পুরাতন বইয়ের মলাট
সসপেন ছুঁয়ে পড়া কামনার হাওয়া!
তাঁতকলে বোনা হয় প্রেয়সীর মুখ
সময়ের চাকায় পিষ্ট হয় যাযাবর সুখ
আমার এই ভালোবাসার শহরে এখন
সবাই কাগুজে নৌকার ধড়িবাজ ডাহুক!