তোমার চোখের গভীরে স্বপ্ন এঁকেছি
হৃদয়ে প্রেমের অঢেল বীজ বুনেছি।
তুমি আসবে বলে পথ চেয়ে থাকি
ভালোবাসার মায়াজালে তোমায় ডাকি।
তোমার হাসিতে জোছনা মাখে চাঁদ
তোমার চাহনিতে সমুদ্রের আস্বাদ।
তোমার স্পর্শে জাগে বসন্তের গান
তুমিই তো আমার হৃদয়াকাশের প্রাণ।
আমি ভালোবাসার এক শিকারী মাত্র
তোমাকে খুঁজে ফিরছি দিবা-রাত্র।
তোমার প্রেমে বন্দী হতে কে না চায়
তোমার হৃদয়ে চিরকাল বাসা বাঁধতে চাই।
তুমি কি শুনছো আমার মনের কথা?
তুমি কি বুঝছো আমার হৃদয়ের ব্যথা?
এসো, পথ চলি এই হাতে রেখে হাত
ভালোবাসার রঙে আসুক নব প্রভাত!