সবকিছুর মতোন শ্রুতিরও একটা সীমা আছে
পরিসীমা আছে... চৌহদ্দি আছে
কেবল ভালোবাসার কোনো সীমা-পরিসীমা নেই
কেবল ভালোবাসার কোনো চৌহদ্দি নেই!
তবুও আমরা সত্যিকার ভালোবাসতে জানি না
ভালোবাসার চৌহদ্দির ভেতর ঝালাই লোহা কাশে
সীসা আর তামা হাসে
তবুও মানুষ পেরেশান হয়ে ভালোবাসে!
তা বাসুক... যতখুশি ভালোবাসতে থাকুক
আমি কেবল চাই
গায়-গতরে ভালোবাসার মানুষটারে ভালো রাখুক!!