একদিন মান্দারের কাঁটা ভালোবেসেছিলাম
পাসপোর্ট, ভিসা লাগেনি, এখন নিকট সন্নিধানে
আমার কোনো ধ্যান নেই;
প্রজন্ম পুজো করে সাঁওতাল জীবন, অস্ট্রিক,
দ্রাবিড় এরাও কেউ বাদ যায় না!
নিছক খেয়ালের বশে দেখি জলেও দাগ পড়ে!
বাবার নগণ্য পাঞ্জাবিতে ভালোবাসার দাগ
মায়ের শাড়িতেও জন্মের আমার জন্মের দাগ
এখন পোড়া ইতিহাস নিজেই ইতিহাস বুঝে না
আর ভালোবাসা অনেক দূরের বিষয়-দুরেই থাক!!