আজকে দুই দুইটা কবিতা লেখার ইরাদা করেছিলাম--
১। ভালোবাসা
২। বসন্ত
অত:পর আবার ভাবলাম....
ভাবতে ভাবতে নতুন সিদ্ধান্তে উপনীত হলাম যে,
ভালোবাসা ও বসন্ত দুইয়ে মিলে এক হলে কেমন হয়?
একা একা যেমন ভালোবাসাবাসি হয় না
তেমনি একা একা ফাগুনও ভোগ করা যায় না
আসলে সৃষ্টিজগতে সবকিছুই জোড়ায় জোড়ায় হয়
জোড়া ভেঙে গেলে কেবল দু:খই অবশিষ্ট রয়!
প্রকৃতপক্ষে সব মিথ্যাই যেমন সবসময় মিথ্যা নয়
তেমনি কিছু কিছু সত্যের গভীরে আরও সত্য কথা কয়
আচ্ছা বলুন দেখি,
ভালোবাসা আর বসন্তের কি কোনো বয়স আছে?
যদি থাকে জুলেখা কেন ইউসুফকে ভালোবেসেছে?
শিরি কেন ফরহাদকে এতো কাছে পেতে চেয়েছে?
তবে কি যারাই নিজেকে ভালোবাসা ও বসন্তের প্রতিপক্ষ ভাবছে
তারাই আবার বসন্তের নামখাওয়া স্ত বাসন্তী সাজছে!
চলুন...এবার না হয় আসল কথায় আসা যাক.....
যে মোস্তাক-তিশাকে কেউ কেউ দুয়োধ্বনি দিচ্ছেন
তারাই আবার রাস্তাঘাটে ভালোবাসা ও বসন্ত চেটেপুটে খাচ্ছেন!
এই কবিতায় আমার আর তেমন কিছুই বলার নাই
নোংরামি যদি না থাকে
যে কোনো বয়সী প্রেমিকদের ভালোবাসার স্বীকৃতি চাই
নদীর ঘাটে ঘাটে যেমন পালতোলা নৌকারা থাকে
তেমনি সবার শরীরের ঘাটে ঘাটে আগুন চাই
তেমনি সবার শরীরের গিঁটে গিঁটে ফাগুন চাই
তেমনি সবার শরীরের শিরায় শিরায় বসন্ত চাই.!!!